২৯ অক্টোবর ২০২৫

সীমান্তে উত্তেজনা/ ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু- ঘুমধুম সীমান্তে গোলাগুলি যেন থামছে নাহ ওপারে। একের পর এক মিয়ানমার সীমান্তের থেকে গুলি বর্ষণ কিংবা মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে। ঘটছে হতাহতের ঘটনাও। এতে সীমান্তে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

এমন পরিস্থিতিতে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজারের উখিয়ার কুতুপালং পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস।

তিনি জানান, আতঙ্কের কারণে পরীক্ষা কেন্দ্র পরিবর্তণ করা হয়েছে। পরিক্ষার্থীর মানসিক কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াসিন পারভেজ তিরমিজিও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পরিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই উপজেলায় এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে ৪৯৯ জন।

উল্লেখ্য, মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়েছে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে। সেটি বিস্ফোরণে সেখানে বসবাসরত মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা নিহত হ‌য়ে‌ছেন বলে জানা গেছে। এই সময় আহত হয়েছে আরও ৮ জন।

আরও পড়ুন