১ নভেম্বর ২০২৫

সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাংলাধারা ডেস্ক  »

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত থেকে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।

রোববার (১ নভেম্বর) সকালে পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী সীমান্ত থেকে শিপন মিয়া (২৮) নামের ওই যুবককে ধরে নিয়ে যাওয়া হয়। শিপন মিয়া বাঁশজানী গ্রামের আব্দুল করিমের ছেলে।

ইউপি সদস্য এরফান আলী গণমাধ্যমকে জানান, শিপন মিয়া ভারতের দীঘলটারী সীমান্তে অনুপ্রবেশ করলে টহলকৃত বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। রিপন পেশায় একজন রিকশাচালক।

কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘শিপনকে মাদকসহ ভারতের অভ্যন্তর থেকে বিএসএফ সদস্যরা আটক করেছে বলে জানতে পেরেছি।’

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন