৩০ অক্টোবর ২০২৫

সুদানে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন

বাংলাধারা প্রতিবেদন »

বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণা উদযাপন উপলক্ষ্যে সুদানের দারফুর, এলফেশার সুপার ক্যাম্পে রান ফর পিস নামে এক ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের উদ্যোগে এবং উনামিড ওয়েলফেয়ার ইউনিটের সহযোগিতায় এই ম্যারাথনের আয়োজন করা হয়।

শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় সকাল ৭ টায় মিনি ম্যারাথন প্রতোযোগিতার উদ্বোধন করেন দারফুর শান্তিরক্ষা মিশনের পুলিশ চীফ অফ স্টাফ আমাদু মান্নাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উনামিড ওয়েলফেয়ার ইউনিটের প্রধান সাফিউল্লাহ মালিকসহ দারফুর মিশনের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তারা।

ম্যারাথন দৌড় কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে আমাদু মান্নাহ সুখী জীবন যাপনের জন্য শারীরিক সুস্থ্যতার গুরুত্ব তুলে ধরেন। ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে এ ধরনের ম্যারাথনের আয়োজন করায় বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ভূয়সী প্রশংসা করেন এবং কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সুদান দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অপারেশনস অফিসার মাসুক মিয়া পিপিএম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আগামী ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ বাংলাদেশসহ বিশ্বব্যাপী উদযাপিত হবে। বাংলাদেশ সরকারের পাশাপাশি প্রবাসে ৯২টি দূতাবাসে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদ্যাপিত হবে। সুদানে বাংলাদেশের কোন দুতাবাস না থাকায় রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদ্যাপিত হচ্ছে না। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদ্যাপনের প্রস্তুতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতোপূর্বে আমরা মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে এলফেশার শহরের আলনুস বয়েজ স্কুলে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছি।

তিনি বলেন, আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে এলফেশার ইউনিভার্সিটিতে ইংরেজী ভাষায় রচিত বঙ্গবন্ধু এবং বাংলাদেশ বিষয়ক বই প্রদানের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্থানীয় আইডিপি (Internal Displaced People) ক্যাম্পে বিনামূলে চিকিৎসা সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।

ম্যারাথন প্রতিযোগিতা পুরুষ এবং নারী দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন Alhagie Bah (Gambia) ১ম রানার্স আপ হন Yassin Ahamed (Sudan), ২য় রানার্স আপ হন Capt Thanduxoho Dzala (South Africa) এবং নারী ক্যাটাগরিত চ্যাম্পিয়ন হন Enchranan Nyhamdeleg (Mongolia), ১ম রানার্স আপ হন Ahao Qiuo Lian (China), ২য় রানার্স আপ হন Rina Akter (Bangladesh FPU)।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন পুরুষ এবং নারী স্বর্ন পদক ১ম রানার্স আপ রৌপ্য পদক এবং ২য় রানার্স আপ ব্রোঞ্জ পদক লাভ করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন