বাংলাধারা প্রতিবেদন »
সুদানের দারফুরে এলফেশার সুপার ক্যাম্প বঙ্গবন্ধু ক্যাম্পে বাংলাদেশ ফর্মড পুলিশের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
বাংলাদেশ ফর্মড পুলিশের কর্মরত অপারেশন অফিসার মাসুক মিয়া পিপিএম বাংলাধারাকে জানান, সুদানের স্থানীয় সময় সকাল ৭ টায় শহীদ মিনারে বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
তিনি বলেন, আমাদের এই ক্যাম্প এ কোন শহীদ মিনার ছিলনা, বাংলাদেশ কন্টিনজেন্ট এর কমান্ডার আব্দুল হালিম এর নির্দেশ এ আমাদের কর্মীরা একটি মোবাইল শহীদ মিনার নির্মাণ করে। প্রবাসে থাকলে আমরা বাংলাদেশ এর বিভিন্ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার মাধ্যমে বাংলাদেশ এর গৌরবময় ইতিহাস বিশ্বের বুকে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন, ইতিপূর্বে আমরা মহান বিজয় দিবস যথাযোগ্য ভাবে পালন করি। আসছে মার্চ মাস কে যথাযথভাবে পালন করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। ৭ ই মার্চ পালন করার জন্য আমরা এলফেশার সুপার ক্যাম্পে রান ফর পিস নামে এক মিনি ম্যারাথন এর আয়োজন এর পরিকল্পনা রয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













