২৮ অক্টোবর ২০২৫

সুদীপ্ত বিশ্বাস হত্যাকান্ডের চার্জশিটভুক্ত অন্যতম আসামি আবু জিহাদ কারাগারে

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের বহুল আলোচিত ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আবু জিহাদ সিদ্দিকী অবশেষে আদালতে আত্মসমর্পন করেছে। আদালত জিহাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

জানা যায়, হত্যাকান্ডের অনেক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রত্যক্ষ অংশ নেয়া জিহাদ শুরু থেকেই পলাতক থাকায় মামলার চার্জশীটে তার বিষয়টি তেমন গুরুত্ব পায়নি।

গতকাল মঙ্গলবার (১ জুন) মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালত আবু জিহাদ সিদ্দিকী নামের ওই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে আজ আদালতের নগর পুলিশের প্রসিকিউশন শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

প্রসিকিউশন শাখা জানিয়েছেন, গতকাল সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার চার্জশিটভুক্ত এই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে।

আবু জিহাদ সিদ্দিকী নগরীর কোতোয়ালী থানাধিন ঘাটফরহাদ বেগ এলাকার কাটা পাহাড়স্থ মৃত বকতিয়ার উদ্দিন রঞ্জুর পুত্র। ছাত্রলীগে জড়িত হওয়ার পর সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাসুদ করিম টিটুর সংস্পর্শে এসে রাজনীতিতে সক্রিয় হয়৷

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরের দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় সুদীপ্তর বাবা মেঘনাথ বিশ্বাস বাদী হয়ে সদরঘাট থানায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

চলতি বছরের শুরুর দিকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ ঘটনায় ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশটি দাখিল করে। উক্ত চার্জশিটে খুনের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে নগরীর লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের নাম উল্লেখ করা হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন