১০ নভেম্বর ২০২৫

সুন্দরবনে কোস্ট গার্ডের দীর্ঘ অভিযান, নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার

সুন্দরবনে তিন দিনের দীর্ঘ অনুসন্ধান শেষে নিখোঁজ এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গত শনিবার (৮ নভেম্বর) সকালে ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে একটি জালি বোটে করে যাত্রা শুরু করেন। দুপুর ১টার দিকে ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় প্রবল ঢেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ ছিলেন।

পরবর্তীতে খবর পেয়ে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান অভিযান শুরু করে। তিন দিন ধরে ধারাবাহিক অনুসন্ধানের পর সোমবার সকাল ৭টার দিকে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মৃতদেহ পরবর্তীতে চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ডের এধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ