কক্সবাজারের টেকনাফে সুপারি বস্তায় ভরে বিদেশি জি-৩ রাইফেল, ৫০ রাউন্ড তাজা গুলি ও দুটি ম্যাগজিন পাচারকালে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) সকালে টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্ত্বরের আল করম মসজিদের সামনে টেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির পর অস্ত্র-গুলিসহ তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি।
গ্রেফতার হেলাল উদ্দিন (২৫) রামুর গর্জনিয়ার জুমছড়ির মনির আহম্মদের ছেলে।
বিকেলে টেকনাফ থানার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে ওসি বলেন, গোপন তথ্যে খবর ছিল এক অস্ত্র ব্যবসায়ী টেকনাফ থেকে সুপারি বস্তা করে আগ্নেয়াস্ত্র ও গুলি পাচার করবেন। এমন সংবাদে সোমবার সকালে পৌরসভার ঝর্ণা চত্ত্বরের আল করম মসজিদের সামনে টেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এসময় দু’ব্যক্তি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাদের হাতে থাকা একটি সুপারি বস্তাসহ পালানোর চেষ্টা করলে ধাওয়ায় হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।তার সাথে থাকা জুয়েল রানা নামে অপরজন পালিয়ে যায়। এ সময় হেলালের হেফাজতে থাকা সুপারির বস্তা খুলে একটি বিদেশি জি-৩ রাইফেল, ৫০ রাউন্ড তাজা গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেফতারকৃত যুবক বিভিন্ন ডাকাতদলের কাছে এসব অস্ত্র ও গুলি বিক্রি করেন বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত ও পলাতক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।
এদিকে, রামুর গর্জনিয়া এলাকায় খবর নিয়ে জানা গেছে, গ্রেফতার হেলালের বাবা মনির আহমেদ একজন চাষা। চাষবাস করেই তার সংসার চলে। কিন্তু ছেলে হেলাল বখে যাওয়া তরুণ। তিনি সীমান্তের গরু চোরাচালানসহ নানা অপকর্মে হোতা শাহীন গ্রুপের প্রধান শাহীনের দলের সক্রিয় সদস্য বলে উল্লেখ করেছেন এলাকার সচেতন মহল।












