৩১ অক্টোবর ২০২৫

সুপার ওভার দেখার সময় মৃত্যুবরণ করেন নিশামের কোচ

বাংলাধারা প্রতিবেদন »

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। ক্ষণে ক্ষণে রঙ বদলানো ম্যাচের পরতে পরতে ছিল রোমাঞ্চ। নির্ধারিত ৫০ ওভারে ম্যাচ টাই হওয়ার পর খেলা গড়িয়েছিল সুপার ওভারে। চরম নাটকীয় ও উত্তেজনাপূর্ণ সেই সুপার ওভার দেখার সময় মৃত্যুবরণ করেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামের কৈশোরের কোচ ডেভিড জেমস গর্ডন।

গেল রবিবার (১৪ জুলাই) লর্ডসে সুপার ওভারে আগে ব্যাটিং করেছিল ইংল্যান্ড। তারা তুলেছিল ১৫ রান। লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডের হয়ে মাঠে নেমেছিলেন নিশাম ও মার্টিন গাপটিল। শুরু থেকে নিশাম ছিলেন স্ট্রাইকে। দ্বিতীয় বলে হাঁকিয়েছিলেন বিশাল এক ছয়। ওই উত্তেজনাকর মুহূর্তের ঠিক পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন গর্ডন, জানিয়েছেন তার মেয়ে লিওনি।

বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন গর্ডন। কিছুটা সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ফিরেছিলেন বাসায়। ফাইনাল ম্যাচ দেখছিলেন বাসার টেলিভিশনে। কিন্তু সুপার ওভার শুরু হওয়ার পর গর্ডনের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। লিওনি বলেছেন, ‘সুপার ওভারের সময় একজন নার্স আসলেন। তিনি বললেন, বাবার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে।’

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন