২৩ অক্টোবর ২০২৫

সুফিয়া শীলা’র তিন কবিতা

জটিল সমীকরণ

হৃৎপিণ্ডের বাস্তুভিটায়
চলছে পারমাণবিক যুদ্ধের মহড়া,
সাজানো গোছানো প্রাসাদে মুহুর্মুহু আক্রমণের গর্জন;
মসৃণ সবুজ পলেস্তারা খসে পড়ছে শোষকের নির্দেশে।

পৃথিবী চোখ মেলে দেখে না কিছুই,
ভাষাহীন, বধির, ভাবলেশহীন, অন্ধ পথিক এক;
ক্ষয়িষ্ণু সময় রক্তজবা চোখে বারবার শাসাচ্ছে জীবন,
ভালোবাসার অকাল প্রয়াণে চারদিক কেবলই
ধূসর অন্ধকার আর ধোঁয়াটে।

ধ্বংসের উদরে ঠাঁই নিয়েছে মহাকাল,
ঠাঁই নিয়েছে মানুষ-মূল্যবোধের আলো
নামসর্বস্ব সভ্যতার চকচকে মোড়কে;
যুদ্ধের গোলকধাঁধায় হারিয়েছে দুহাতের সোনালি কাঁকন,
জলন্ত পৃথিবীতে আর কেউ নামাবে না
শান্তির পিনপতন নীরবতা।

তীক্ষ্ণ আঁচড়ে ছিন্ন ভিন্ন অস্থিমজ্জায় পরজীবীর উত্থান
কেননা,
সিংহাসনে আজ হিটলার মুসোলিনী কিংবা চেঙ্গিস খান;
ক্ষমতার জটিল সমীকরণ মিলছে না রাজাদের,
তাই সাত মহাদেশ হতে চলছে আজ ডুবন্ত জিল্যান্ডিয়া।

 

বিচ্ছিন্ন উত্তাপ

চোখের চিরহরিৎ তেপান্তর মাঠ আজ
কালাহারি মরুভূমির শরীর,
প্রেমিকের মৌনতায়–
অহর্নিশ দগ্ধ হয় হৃৎপিণ্ডের সবুজ আমাজন;
আশায় বোনা লাল বেনারসি দেহ হয়ে গেছে
ট্রোজান যুদ্ধের ময়দান।

অইমিয়াকনের শীতলতায় থামছে না
সময়ের রক্তাক্ত দাবানল,
এক থেকেও ভিন্ন অস্থিমজ্জায় বসত হলো
ফসফ্রাইডের মতো;
মনের চিলেকোঠায় মাঝে মাঝে দেখা যায়
কাঙ্ক্ষিত অরোরার ঝলক,
তবু তোমায় আজও খুঁজি পেট্রার গোলাপি দেহে।

ইনকা,মায়ান কিংবা আজটেক সভ্যতায়
আজও চোখ মেলে খুঁজি প্রেম,
তোমার অপেক্ষায় আলেকজান্দ্রিয়ার বাতিঘর
নিভিয়ে দিয়েছে সব আলো;
‘প্রাইকোস্টালেন’- এর শেষ বিন্দুতে বসে আছি আজও,
বুকের পাঁজর বিছিয়ে দিয়েছি ‘রোড অব বোনস্’- এ;
শুধু তুমি আসবে বলে।

তারপরও পৃথিবীর ‘টেকটোনিক প্লেট’
আমাদের বিচ্ছিন্ন করেই দিলো!

 

লালন

তোমাকে ধারণ করি আত্মার খাঁজে
যদি হও সাহসী প্রেমিক
তাকাও আমার দুচোখের মাঝে।

খুঁজে দেখো অস্তিত্ব তোমার
হলুদ আলোয় নয়
নীলাম্বু চোখের অভিমানে আমার।

এ কোন মিথ্যে কথার বেসাতি নয়
নয় অতিকথার ফুলঝুরি
অবিনশ্বর ঈশ্বর-ই জানেন সব
তোমার প্রেম কেবল আমার-ই।

আবেগের মেঘে যদি না হয় বৃষ্টি
তবে বিসর্জনে কাটুক সময়
তোমার জন্যই ভাঙা-গড়ার সৃষ্টি
অহর্নিশ জাগ্রত রেশমি হৃদয়।

পৃথিবীর সব প্রেম হয়ে গেছে মিছে
সব সুখ করুক হাহাকার
মৃত্যুর উৎসবে সব পুড়ে খাক হোক পিছে
তুমি ছাড়া সব আলোই আঁধার।

 

লেখক : সুফিয়া শীলা, পার্সিভ্যাল হিল প্রফেসরস কোয়ার্টার, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।

আরও পড়ুন