২৩ অক্টোবর ২০২৫

সুবন্ধন এর ইফতার ও আলোচনা অনুষ্ঠিত

চট্টগ্রামস্থ মীরসরাইয়ের সাংবাদিকদের সংগঠন সুবন্ধন এর আয়োজনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে আয়োজিত ইফতার ও আলেচনায় সভাপতিত্ব করেন সুবন্ধন এর সভাপতি এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠক শখাওয়াত উল্লাহ রিপন।

সুবন্ধন এর ট্রেজারার এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদের সঞ্চালনা করে। এতে বক্তব্য দেন সুবন্ধন এর সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম প্রেসক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন, সাংবাদিক বিশ্বজিৎ পাল, ফেরদৌস আরা, শাহাদাৎ হোসেন চৌধুরী, নাজমুল আলম সাদেকী, সাঈদ সবুজ, আজমল হোসেন, শাহ আবদুল্লাহ আল রাহাত প্রমুখ।

সুবন্ধন এর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফেরদৌস হোসেন শিপনকে আহবায়ক, বিশ্বজিত পালকে যুগ্ন আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠিত হয়।

আরও পড়ুন