২৪ অক্টোবর ২০২৫

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভিবিডি চট্টগ্রাম জেলার কিপ দিস ম্যাজিক এ্যালাইভ আয়োজন

বাংলাধারা ডেস্ক »

পবিত্র রমজান মাসের শুদ্ধতা ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গত ১৬ই এপ্রিল নগরীর আর. বি কনভেনশন হলে ভিবিডি চট্টগ্রাম জেলা আয়োজন করে কিপ দিস ম্যাজিক এ্যালাইভের ১১ তম আসর।

২০০ এর অধিক স্বেচ্ছাসেবক ও জাগো ফাউন্ডেশন স্কুলের ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এবারের পর্বটি আয়োজন করা হয়।

কিপ দিস ম্যাজিক এ্যালাইভের এই পর্বে ভিবিডি চট্টগ্রাম জেলা ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের নতুন জামা ও ঈদের দিনের খাবার উপহার স্বরুপ তুলে দেয়। সবার জন্য একসাথে ইফতারের আয়োজন করা হয়। এছাড়াও বাচ্চাদের জন্য রাখা হয় গেইমিং জোন।

উক্ত ইভেন্টে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. এসরারুল হক, জাগো ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার সৌরভ সাহা, ভিবিডি ন্যাশনাল বোর্ডের সভাপতি সৈয়দ মোহাম্মদ মুজতবা, এক্সিকিউটিভ মেম্বার সাদমান সৌমিক চৌধুরী, ভিবিডি এলামনাই এসোসিয়েশন এর সেক্রেটারি জেনারেল সোমেন বড়ুয়া, বিভাগীয় কোওর্ডিনেটর মোদ্দাসের হোসাইন, বিভাগীয় বোর্ডের সভাপতি কাউসার হোসাইন, ভিবিডি চট্টগ্রাম জেলার এলামনাই সদস্য, জাগো ফাউন্ডেশন স্কুল, চট্টগ্রাম শাখার শিক্ষক, শিক্ষিকা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ভিবিডি চট্টগ্রাম জেলার সভাপতি সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট আনসারুল হক মাহমুদ, সাধারণ সম্পাদক ইবতিদ ইয়াছার জিনান, মানব সম্পদ কর্মকর্তা আহনাফ সাফিন, কোষাধ্যক্ষ সুমি আক্তার, প্রকল্প কর্মকর্তা তাহসিনা আক্তার আরশি এবং জনসংযোগ কর্মকর্তা তানবীন মাহবুবা এর সার্বিক তত্ত্বাবধানে ও সকল স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় উক্ত ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুন