সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) চট্টগ্রাম অঞ্চল। গত রবিবার চট্টগ্রামের সিআরবি এলাকায় সংগঠনটি “ঈদ ফর স্ট্রিট চিলড্রেন ২০২৫” শীর্ষক এক বিশেষ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রায় ১০০ জন সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারকে ঈদের কেনাকাটার সুযোগ করে দেওয়া হয়। ইউনিস্যাব চট্টগ্রাম অঞ্চলের সদস্য এবং স্বেচ্ছাসেবীরা সম্মিলিতভাবে এই আয়োজন বাস্তবায়ন করেন। তারা জানান, ইউনিস্যাব সবসময় ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণে আগ্রহী এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঈদের উপহার হাতে পেয়ে শিশুদের মধ্যে আনন্দের ঝলক দেখা যায়। তাদের হাসিমুখ দেখে স্বেচ্ছাসেবীরাও আপ্লুত হন। ইউনিস্যাব বিশ্বাস করে, শিশুরাই আগামীর বাংলাদেশ গড়বে, তাই তাদের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়াই সংগঠনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে ইউনিস্যাবের সেক্রেটারি অফ ব্র্যান্ডিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন সুব্রত পাল বলেন, “আমরা চাই, আগামীর ভবিষ্যৎ সুন্দরভাবে বেড়ে উঠুক। আমরা যেন তাদের জন্য একটি উন্নত সমাজ উপহার দিতে পারি। তাই ইউনিস্যাব সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”
এই আয়োজনে বিশেষভাবে যুক্ত ছিল অনলাইন পেজ “চকলেট খেকো”, যারা শিশুদের মাঝে চকলেট বিতরণ করে আনন্দে শামিল হয়। এছাড়া সমাজের বিভিন্ন স্তরের মানুষের অনুদান ও সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
এআরই/বাংলাধারা