বাংলাধারা প্রতিবেদন »
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশ ও সমাজের মূলস্রোতের সাথে একাত্ম করার লক্ষ্যে পঞ্চম বারের মতো আয়োজিত হয়েছে ‘ফ্যাশন ফর লাইফ’।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ঢাকা ও চট্টগ্রামের নানা পেশার গুণীজনেরা সুবিধাবঞ্চিত শিশুদের সাথে র্যাম্প কিউতে অংশ নেন। এ র্যাম্প কিউতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল, একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক ক্যাপ্টেন আজিজুল ইসলাম, সানসাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, টুরিস্ট পুলিশের এসপি আপেল মাহমুদ, সমাজসেবিকা ও ডিজাইনার রওশন আরা চৌধুরী, চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন, চট্টগ্রাম ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট মঞ্জুরুল হক, র্যাংকস এফসি প্রোপার্টিসের সিইও তানভীর শাহরিয়ার রিমন প্রমুখ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান সম্পর্কে অতিথিরা বাংলাধারাকে বলেন, জীবন এদের কাছে রূঢ় বাস্তবতা। সমাজের মূল স্রোতের সাথে যাদের তফাৎ আকাশ-পাতাল। কিন্তু ফ্যাশন ফর লাইফ অনুষ্ঠানে এসে পাল্টে গেছে এদের চিন্তার জগৎ। সমাজের মূল স্রোতের মডেল-শিল্পীদের সাথে এক হয়ে ক্যাটওয়াকে হেঁটেছে এসব শিশুরা। নৃত্য, গান, চিত্রাঙ্কন আর নাটিকায় অংশ নিয়ে তারাই নিজেদের চিনেছে নতুন করে।
অনুষ্ঠান সম্পর্কে রুহুল সবুজ জানান, সমাজের অবহেলিত শিশুদের মূল ধারায় তুলে আনতে এই ধরণের আয়োজন তাদের উৎসাহিত করবে। পথশিশুদের এমন অনুষ্ঠানে অংশগ্রহনের ফলে তাদের মাঝে আত্মবিশ্বাস বাড়বে। তারা নতুন কিছু করার সাহস পাবে।
উল্লেখ্য,অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন ফ্যাশন ফর লাইফের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মাসুম। এছাড়াও সার্বিক সহযোগীতায় ছিলেন আনিস ওয়ারেসী, আজহার মাহমুদ, নাভেদ আনজুম, শিহাব সাগির, দিনার মাহি, রাকিব উদ্দিন, তাবাসসুম ত্রপা, ইমরান ও কায়েফ।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা