সর্বশেষ মজলুম খলিফা সুলতান আবদুল হামিদ খান (রহ.)-এর ওফাত বার্ষিকী উপলক্ষে “উসমানি খিলাফতের পতন এবং মুসলমানদের দুর্দশার সূচনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ জানুয়ারি চট্টগ্রামের বৈঠক খানা কমিউনিটি হলে এই সেমিনারের আয়োজন করে সুলতান আব্দুল হামিদ ফাউন্ডেশন।
মুহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা হারুনুর রশিদ আল কাদেরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি (মাঃ) বলেন, “উসমানি খিলাফতের পতন মুসলিম বিশ্বের জন্য এক গভীর বিপর্যয়ের সূচনা করে, যা আজও মুসলমানদের ওপর প্রভাব ফেলছে।”
সেমিনারে বক্তারা উসমানি খিলাফতের ইতিহাস, সুলতান আব্দুল হামিদের অবদান এবং মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ,আলমগীর হোসেন রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইমরুল হাসান চৌধুরী।
সেমিনারে বিশেষ অতিথি ও সম্মানিত আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন শেখ ফরিদ উদ্দীন সৈকত,মাওলানা আব্দুল মজিদ আল কাদেরী,মুহাম্মদ এনামুল হক,মুহাম্মদ আনসারুল হক,মুহাম্মদ আমির আলি,মুহাম্মদ এস এ সাদি,তরুণ গবেষক মুহাম্মদ সাদি-উল-আলাদ,দেভলেতে আলিয়া থেকে উপস্থিত ছিলেন মুহাম্মদ মাশরুর সহ আরো অনেকেই।