১ নভেম্বর ২০২৫

সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »

ঢাকার দুই সিটি করপোরেশনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘সারা ঢাকা শহরে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে আসছেন। তবে এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি কিছুটা কম রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যাও বাড়বে।’

বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, ‘তারা এমন কথা সবসময়ই বলে আসছে, এটা নতুন কিছু নয়। বিগত দিনগুলোতেও তাদের এমন কথা বলতে শুনেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। কারো কোনো অভিযোগ থাকলে তাদেরকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এছাড়া, প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টরা রয়েছেন, কোনো বিষয়ে তারা আপত্তি জানালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিষয়টি দেখবেন।’

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রায় আড়াইহাজার ভোটকেন্দ্রে শনিবার সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ