২৯ অক্টোবর ২০২৫

সেই অনাবৃত ছবি নিয়ে মুখ খুললেন কাজল

বিনোদন ডেস্ক »

এই মুহূর্তে তার পরিচিতি সর্বত্র। কাজল অগ্রবাল। ২০১০-এ রোহিত শেট্টি পরিচালিত ছবি ‘সিংহাম’-এর দৌলতে তাকে চেনেন না এমন সিনেমা-রসিক এ দেশে বিরল। এই পরিচিতি, জনপ্রিয়তার যেমন ইতিবাচক দিক আছে, তেমনই রয়েছে নেতিবাচক দিকও। বিতর্ক যেন অভিনেতাদের পিছু ছাড়ে না।

২০১১ সালে একটি পত্রিকার জন্য নায়িকার অনাবৃত ফটোশ্যুট সৃষ্টি করে বিতর্কের। যে ছবিতে নিজের দুই হাত দিয়ে ঊর্ধ্বাঙ্গ ঢেকেছিলেন নায়িকা। আর এই ছবি প্রকাশ্যে আসা মাত্রই তৈরি হয় বিতর্ক। তবে এই প্রসঙ্গে নায়িকার দাবি, তিনি এই ধরনের কোনও ফটোশ্যুট কখনও করেননি।

প্রায় এক যুগ আগেকার সেই বিতর্ক প্রসঙ্গে এত দিন বাদে মুখ খুললেন কাজল। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এই ধরনের ছবি কোনও দিন তুলিনি।

আমার ছবিকে বিকৃত করেছে ওই পত্রিকা। পরে ওই পত্রিকার তরফ থেকে একটি পাল্টা বিবৃতিতে জানানো হয়, এই ধরনের কাজ তারা করতেই পারে না। তারা কখনও কারও ছবি বিকৃত করেনি। আপাতত স্বামী, সন্তান নিয়ে সুখে সংসার করছেন নায়িকা।

আরও পড়ুন