নিজস্ব প্রতিবেদক »
ছাত্রীদের যৌন হয়রানির ঘটনায় কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলির পর এবার সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গঠন করা হয়েছে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও।
সোমবার (২ জানুয়ারি) কাপাসগোলা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন হোসাইনকে সাময়িক বহিষ্কারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চসিকের সচিব খালিদ মাহমুদ।
তিনি বলেন, অভিযোগ তদন্তে চসিকের তিন সদস্যের কমিটি কাজ করছে। প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের চাকরি বিধিমালা ২০১৯ এর ৫৫ ধারা মোতাবেক চাকরি থেকে মো. আলাউদ্দিন হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাপ্য হবেন













