২৪ অক্টোবর ২০২৫

সেই শ্রমিকের মৃত্যু, বিক্ষোভে ফের অচল চাক্তাই-খাতুনগঞ্জ

বাংলাধারা প্রতিবেদক »

দেশে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ছুরিকাহত হওয়া মো. মাসুদ নামের এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৯ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে মাসুদের মৃত্যুর খবরের পর আজ বুধবারও খাতুনগঞ্জে সব ধরনের পণ্য লোড-আনলোড বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে ফের স্থবির হয়ে পড়েছে দেশে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের কার্যক্রম। গতকাল মঙ্গলবার সকাল থেকে বাজারের শ্রমিকদের এই কর্মসূচিতে পণ্য ওঠানামা ও সরবরাহ বন্ধ ছিল।

এর আগে সোমবার দুপুরে মো. মাসুদ নামে এক শ্রমিকের সঙ্গে এক পিকাপ চালকের কথা কাটাকাটি হয়। সন্ধ্যার দিকে পিকআপ চালক তারা কিছু সন্ত্রাসী নিয়ে এসে মাসুদকে ছুরিকাঘাত করে। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা ধর্মঘট পালন করেন। পরে গতকাল বিকেলে শ্রমিকদের নিয়ে বৈঠকে বসে ব্যবসায়ী সমিতি। বৈঠকে হামলাকারীদের বিচারের আওতায় আনার ঘোষণা দিলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজে যোগ দেয়। কিন্তু আজ বুধবার ভোরে মাসুদের মৃত্যু হলে সকাল থেকে খাতুনগঞ্জ মালামাল লোডিং-আনলোডিং শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন।

খাতুনগঞ্জ মালামাল লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বড় এই পাইকারি বাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, মসলাসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য সরবরাহ করা হয়। এসব পণ্য তোলা-নামানোর কাজে প্রতিদিন কয়েক হাজার শ্রমিক নিয়োজিত থাকেন। কিন্তু গত সোমবার এ ঘটনার পর থেকে শ্রমিকরা ধর্মঘট করে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সকল কাজ বন্ধ করে। তারা সন্ধ্যায় কাজে ফিরলেও আজকে শ্রমিক মৃত্যুর ঘটনায় সকাল থেকে পুনরায় কাজ বন্ধ করে দেয়।

খাতুনগঞ্জ আড়তদার সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘গত সোমবার দুপুরে মো. মাসুদ নামে এক শ্রমিকের সঙ্গে এক পিকআপ চালকের কথাকাটাকাটি হয়। সন্ধ্যার দিকে তারা কয়েকজন এসে মাসুদকে ছুরিকাঘাত করে। পরে রাত থেকেই খাতুনগঞ্জ স্থবির হয়ে পড়ে। গতকাল মঙ্গলবার রাত থেকে আবারো স্বাভাবিক হয়েছে বাজারটির কার্যক্রম। কিন্তু মাসুদের মৃত্যুর খবরের পর আজ বুধবারও খাতুনগঞ্জে সব ধরনের পণ্য লোড-আনলোড বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে ফের স্থবির হয়ে পড়েছে দেশে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের কার্যক্রম।’

উল্লেখ্য, ভোজ্যতেল, চিনি, গম, ডাল, মসলা ও কাঁচা পণ্য থেকে শুরু করে রাসায়নিক, ঢেউটিন, রঙসহ নানা ধরনের পণ্য বেচাকেনা হয় খাতুনগঞ্জে। আমদানি করা চালও বিক্রি হয় এ বাজারে। এখানকার প্রায় দেড় হাজার প্রতিষ্ঠানের মাধ্যমে এসব পণ্য সারা দেশে যায়। এসব পণ্য তোলা-নামানোর কাজে প্রতিদিন কয়েক হাজার শ্রমিক নিয়োজিত থাকেন। শ্রমিক ধর্মঘটের কারণে চট্টগ্রামের বনেদী ‘সওদাগরী পাড়া’ খ্যাত; দেশের প্রধান পাইকারি ও ইন্ডেন্টিং বাজারের কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে।

আরও পড়ুন