৩১ অক্টোবর ২০২৫

সেই সরফভাটা সড়কের কাজ শুরু, স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর

বাংলাধারা প্রতিবেদন »

অনেক আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ হাজী আশরাফ আলী সড়কের নির্মাণ কাজ।

সড়কটি দিন দিন বেহাল পরিস্থিতি সৃষ্টি হয়ে এমন অবস্থায় দাঁড়িয়েছে এখন গাড়িই চলাচল করা যায় না। এই নিয়ে চরম দুর্ভোগে পড়েছিল স্থানীয় জনসাধারণ। জনসাধারণের ক্ষোভের মুখে ছিল স্থানীয় প্রতিনিধিরা। সড়কটি কাজ করতে দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিল এলাকাবাসী।

এর আগে প্রত্রিকায়ও এ সড়ক নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। খবর প্রকাশ হওয়ার সাথে সাথে বিভিন্ন মহলে ও ফেসবুক মাধ্যমে আলোচনার ঝড় উঠে। জন প্রতিনিধিরও মাথাব্যাথা দেখা যায় নি। দীর্ঘদিন পর অবশেষে জনগুরুত্বপূর্ণ এই সড়কটির টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়েছে।

জানা যায়, হাজী সৈয়দ আলী সড়ক থেকে মীরেরখীল বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রসস্ত সড়কটি কার্পেটিং করতে ৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

অবশেষে সড়কটি নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। সড়কটির আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু করার মধ্য দিয়ে এলাকার দীর্ঘদিনের দাবী পূরণ হতে চলেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সড়কের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা হয়েছে। এই সড়ক পথে খাইদের কুল এলাকায় এই উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধিরা।

সভায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার আবদুর রউফ, সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার, আওয়ামী লীগ নেতা জালাল আহমদ, আবদুল সবুর, খোরশেদ আলম সুজন, মো. হোসেন, হাবিব উল্লাহ, নুরুল ইসলাম তালুকদার, খাইরুজ্জামান মেম্বার, মো. কুসুম, জাহাঙ্গীর আলম, মাহবুব সিকদার, মো. জামাল উদ্দিন, মো. সাকের, দেলোয়ার হোসেন, মো. সেলিম, সোহেল আরমান, কামাল উদ্দিন, মো. মোক্তার, মো. রায়হান, মো. শাহেদ, সাকীবুল ইসলাম, নুরুল আবছার প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন