কক্সবাজারের ঈদগাঁওর নাপিতখালীতে ‘লাইটার ট্রেনের ইঞ্জিন বগিতে’ কাটা পড়ে এক চাষী নিহত হয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) ভোররাতে কক্সবাজার-ঢাকা রেলপথের ঈদগাঁও উপজেলার নাপিতখালী জুমনগর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি চাষে পানি চালাতে এসে হয়ত রেললাইনে ঘুমিয়ে পড়ে এ দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহত আব্দুস সাত্ত্বার (৫০) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস জুমনগর এলাকার পেচু মিয়ার ছেলে। পেশায় কৃষক এবং খেতে পানি সেচের কাজ করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন।
রেলওয়ে কক্সবাজার অঞ্চলের সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমান বলেন, একটি লাইটার ট্রেনের ইঞ্জিন বগি রেললাইন পর্যবেক্ষণ করে কক্সবাজার যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় রেললাইনে এক ব্যক্তি কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জেনেছি। লোকো মাস্টারের তথ্য মতে, লোকটি শোয়া অবস্থায় ছিল। হর্ণ দেয়ার পরও তিনি উঠে না যাওয়ায় দূর্ঘটনা ঘটেছে।
সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, হয়ত রাতে খেতে পানি সেচ দিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। একজন রেলে কাটা পড়ে মারা যাবার খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি দেখভাল করবে রেলওয়ে পুলিশ।













