২৩ অক্টোবর ২০২৫

সেতু ভেঙে অচল সড়ক, দুর্ভোগে চট্টগ্রাম নগরবাসী

চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টির কারণে অক্সিজেন মোড় থেকে দুই নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় একটি সেতু ভেঙে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট এবং জনভোগান্তি।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার (৬ আগস্ট) ভোররাতে ভারী বৃষ্টির কারণে পানির প্রবল চাপ সেতুর নিচ দিয়ে প্রবাহিত হয়ে ধস সৃষ্টি করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটি আংশিক ভেঙে পড়ায় সড়কের এক পাশ দিয়ে খুবই ঝুঁকি নিয়ে সীমিত সংখ্যক যানবাহন চলাচল করছে। ভাঙা অংশ ঘিরে রাখা হয়েছে লালফিতা দিয়ে সতর্ক সংকেত হিসেবে।

সড়কের এই বিপর্যয়ে অক্সিজেন মোড়ের দুই প্রান্তে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ফলে স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় রুটে চলাচলকারী শাটল ট্রেন এবং নাজিরহাট রুটেও ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে।

বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম বলেন, “সেতু ধসে সড়ক চলাচলের জন্য অনিরাপদ হয়ে পড়েছে। যেকোনো দুর্ঘটনা এড়াতে আমাদের একটি টহল দল নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”

আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) নগরীর আমবাগান এলাকায় ৮১ মিলিমিটার এবং পতেঙ্গা আবহাওয়া অফিসে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায়ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

নগরীর নিচু এলাকাগুলোতে এরই মধ্যে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকালে বৃষ্টিপাত অব্যাহত থাকায় শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল ছিল সীমিত। অনেক বাসিন্দাকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে, যা নগরবাসীর ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রতি বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি ঘটছে। এ থেকে উত্তরণের জন্য দ্রুত ও টেকসই অবকাঠামোগত সমাধানের কোনো বিকল্প নেই।

আরও পড়ুন