২৫ অক্টোবর ২০২৫

সেনা অভ্যুত্থান ও আটকের ২৮ দিন পর প্রথমবার সামনে এলেন সু চি

বাংলাধারা ডেস্ক»

মিয়ানমারে সেনা অভ্যুত্থান ও আটকের প্রায় এক মাস পর প্রথমবার সামনে এলেন মিয়ানমারের নেত্রী ওংচাং সু চি।

গতকাল সোমবার (১ মার্চ) ভিডিও কনফারেন্সে নেফিদোর আদালতে যুক্ত হন তিনি।

আদালতে তার বিরুদ্ধে আরও দুটি অভিযোগ গঠন করা হয়। একটি উপনেবিশিক আমলের দণ্ডবিধির ধারায় অন্যটি টেলিযোগাযোগ আইনের অধিনে। তার পরবর্তী শুনানি আগামী ১৫ মার্চ।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক দমন অভিযানের পরও রাস্তায় বিক্ষোভ করেছে গণতন্ত্রকামীরা।

জানা যায়, পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের আগেই আটক হন সু চি। তখন থেকেই গৃহবন্দী তিনি। তবে সম্প্রতি তাকে বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যাওয়ার খবর গণমাধ্যমে আসলেও কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটার সঠিক খবর জানা যায়নি।

সুচির আইনজীবী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিনি সুস্থ আছেন। নেত্রীর বিরুদ্ধে দুটি অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া, এর আগে আরও দুটি অভিযোগ তো ছিলই।

তিনি আরও জানান, অভিযোগ প্রমাণিত হলে সুচির এক বছর জেল হতে পারে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন