কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন থেকে ভ্রমণ শেষে দমদমিয়া জেটিঘাটে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ বে-ক্রুজের স্টাফরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর দুই দফা হামলা করে।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার(১৫ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফজলে রাব্বি চৌধুরী বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।
মামলার পর অভিযুক্তদের মাঝে শাকিল নামে বে-ক্রুজ জাহাজের এক স্টাফকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম।
মামলায় বাদী চবি অধ্যাপক ফজলে রাব্বি চৌধুরী লিখেন, মঙ্গলবার (১৪ মার্চ) সেন্টমার্টিনে ভ্রমণ শেষে দমদমিয়া জেটিঘাটে উদ্দেশ্য বে-ক্রুজ পর্যটক বাহী জাহাজ নিয়ে(চবি) এর শিক্ষার্থীসহ ৭৬ জন সদস্য ফিরছিলাম। জাহাজে উঠার পর দেখি বে-ক্রুজের জাহাজের স্টাফরা আমাদের ক্রয়কৃত সিটে অন্য লোকদের বসিয়েছে।
আমরা বিষয়টি জাহাজের সুপারভাইজার লুৎফর রহমান খোকনকে জানালে তিনি উল্টো আমাদেরকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তার হাতে থাকা লাঠি দিয়ে আমাদের ওপর প্রথম দফা হামলা চালায়।
পরবর্তীতে জাহাজ দমদমিয়া জেটিঘাটে পৌছালে ওই সুপারভাইজারসহ জাহাজে থাকা অন্যান্য স্টাফরা বহিরাগত লোক ডেকে এনে দ্বিতীয় দফা আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম বলেন, সেন্টমার্টিন থেকে ফেরার পথে চবির শিক্ষার্থীদের ওপর বে-ক্রুজের স্টাফদের হামলার ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। এ ঘটনায় জাহাজের এক স্টাফকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।













