২৮ অক্টোবর ২০২৫

সেন্টমার্টিন দ্বীপের অসহায়দের মাঝে নৌবাহিনীর ঈদ উপহার

বাংলাধারা প্রতিবেদক  »

ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের সেন্টমার্টিনে অসহায়দের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিবরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (১৭ জুলাই) এসব উপহার সামগ্রী বিতরণ করা হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, কমান্ডার বিএন ফ্লিটের অধীনে নৌবাহিনী যুদ্ধজাহাজ বানৌজা স্বাধীনতা সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় দুস্থ ও অসহায় ৪০০ পরিবারের মধ্যে ঈদের পোশাক ও খাদ্য সহায়তা দেয়। ঈদ উপহারসামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাক বিতরণ করা হয়। তাছাড়া খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে সেমাই, চিনি ও গুড়া দুধ দেওয়া হয়।

দেশের এ সংকটময় পরিস্থিতি মোকাবিলায় প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন