২৯ অক্টোবর ২০২৫

সেন্টমার্টিন বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি : ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি »  

কক্সবাজারের সেন্টমার্টিন বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী রোহিঙ্গাবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সকলা সাড়ে নয়টা পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ৬২ জন। এখনো নিখোঁজ রয়েছেন আরো অনেকে। কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. নাঈম উল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার গভীর রাতের কোন এক সময় ছেঁড়াদ্বীপের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছেন জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা। উদ্ধার হওয়াদের দাবি মতে ট্রলারে ১২০ জন মতো যাত্রী ছিল। সবাই রোহিঙ্গা। তারা মালয়েশিয়া যেতেই দালালের মাধ্যমে ট্রলারে উঠেছিল।

তিনি আরো জানান, উদ্ধার হওয়াদের কথামতো আরো বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা অব্যহত রয়েছে বলে উল্লেখ করেন নাঈম উল হক।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন