৩০ অক্টোবর ২০২৫

সেন্ট স্কলার্সটিকাস গার্লস স্কুল এন্ড কলেজে কারাতে ক্লাসের উদ্বোধন

বাংলাধারা প্রতিবেদন »

আত্নরক্ষার পাশাপাশি  নৈতিক চরিত্র গঠনের জন্য চট্টগ্রামের সেন্ট স্কলার্সটিকাস স্কুল এন্ড কলেজের ছাত্রীদের জন্য কারাতে প্রশিক্ষণ শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। 

অত্র স্কুলের প্রিন্সিপাল সিস্টার রেনু মারীয়া পালমা আর, এন ডি এম  উপস্হিত থেকে কারাতে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে  সিস্টার অসিমা স্কলাসটিকা রিবেরু আর এন ডি এম, সিস্টার বৃন্তা রেমা আর এন ডি এম, স্কুলের শিক্ষক স্বরুপ দাশ,শিক্ষিকা মাগ্রেট মনিকা জিন্স, শিক্ষক নীল রাসের সোহার উপস্হিত থেকে উদ্বোধনী অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। সহকারী কারাতে কোচ উষা মারমা,  রন্জিত কুমার নাথ, তাসপিয়া সিরাজ,  তারিফা বিনতে রনি, মেহেলা প্রু মারমা,  সুলতানা আকতার উক্ত অনুষ্ঠানে কারাতে প্রদশর্নী করেন। আরো উপস্হিত ছিলেন স্কুলের  সিনিয়র কারাতে খেলোয়ার ক্যরেন রিচার্ডসন,সুসময়ী দাস,  রুশনী ও তাসনিয়া। 

স্কুলের প্রিন্সিপাল রেনু মারীয়া পালমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সমাজের অবক্ষয় রোধে কারাতের কোন বিকল্প নাই,  তাই আমি চাই অত্র স্কুলের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি আত্নরক্ষাত্ন মুলক খেলা শিখে নিজেকে রক্ষা ও দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখবে। শেষে কারাতে কোচ ও বাকাফে রেফারী সেনসী এ বি রনি কারাতের দিক নির্দেশনামুলক বক্তব্যে ও দেশ ও সমাজের উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় হওয়ার আহবান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটান।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন