৩০ অক্টোবর ২০২৫

সেন্সরে বাদ পড়ল অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট

রণবীর কাপুরের অ্যানিমেল ছবিটির আপত্তিকর ২৭ মিনিট কাটা পড়েছে বাংলাদেশের সেন্সর বোর্ডে। ছবিটির বেশ কিছু অংশে হিংসা, রক্তপাত, যৌনতার দৃশ্য থাকায় ‘আপত্তিকর’ ওই ২৭ মিনিট কাটা পড়েছে সেন্সরে।

মুক্তির পর থেকে ভারতের সব প্রেক্ষাগৃহে চলছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা। কিন্তু বাংলাদেশে যে ভার্সনটি দেখানো হচ্ছে প্রেক্ষাগৃহে, সেখানে বাদ পড়েছে প্রায় ২৭ মিনিটের অংশ।

ফিল্ম সেন্সর বোর্ড এই ছবির ‘আপত্তিকর’ অংশ বাদ না দিয়ে প্রেক্ষাগৃহে চালাতে অসম্মত হয়। এই শর্ত ছবি নির্মাতারাও স্বীকার করে নেওয়ার পর সমগ্র ছবি থেকে মোট ২৭ মিনিটের অংশ বাদ পড়ে বাংলাদেশের সেন্সরের কোপে।

‌‘অ্যাডাল্ট সিন’ হিসেবেই বাদ যায় সেই অংশগুলো। ফলে মূল ছবির সময়সীমা দাঁড়ায় ২ ঘণ্টা ৫৬ মিনিট। তবে এই দৃশ্য বাদ পড়ায় মোটেও খুশি নন বাংলাদেশের দর্শক, তাদের অনেকেরই মতে এই ছবির আবেদন এতে ক্ষুণ্ণ হয়েছে।

গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘অ্যানিমেল’। রণবীর কাপুর অভিনীত এই ছবি বক্স অফিসে এখনো ঝোড়ো ব্যাটিং করে চলেছে। মুক্তির ১৬ দিনের মাথায় বিশ্বে আয়ের নিরিখে ৮১৭.৩৬ কোটি টাকার ব্যবসা করেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি।

আরও পড়ুন