বাংলাধারা প্রতিবেদন »
ঢাকার খাদ্য সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান আরিফা ফুড মেয়াদোত্তীর্নের তারিখ নিয়ে গ্রাহকের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ পণ্যটির গায়ে বিএসটিআইয়ের লোগোও রয়েছে।
আরিফা ফুডের তৈরি পাউরুটি, বনসহ এসব পণ্যের মেয়াদ সাধারণত দু থেকে তিনদিন থাকে। সম্প্রতি তাদের প্রতিষ্ঠানে উৎপাদিত পাউরুটির মোড়কে মেয়াদ ৩২ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। আর এ নিয়ে নানা সমালোচনার ঝড় উঠে ফেসবুকে।
নিচে কয়েকটি কমেন্ট তুলে ধরা হলো:
জিয়া উদ্দিন জাবেদ লিখেছেন, চিল্লাই কি মার্কেট পাওয়া যাবে! কিন্ত এভাবে 31 এর পরিবর্তে 32 লিখলে মার্কেট পাওয়া যাবে।
সাইফুল ইসলাম লিখেছেন, আরো কত কি দেখব, তারপর ও যদি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঘুম ভাঙে।
শওকত লিখেছেন, আইনানুগ ব্যবস্হা নেওয়ার জন্য অনুরোধ করা হইল।
কামরুল হোসেন লিখেছেন, এটা বেকারি কর্তৃপক্ষের অবহেলা।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













