২৪ অক্টোবর ২০২৫

সেবা না দিয়ে ভুয়া বিলের অভিযোগ ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামের বিতর্কিত বেসরকারি ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে এবার মারা যাওয়া এক রোগীর স্বজনদের ভুতুড়ে বিল ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। তবে, ওই রোগীর স্বজনরা হাসপাতালের কৌশল ধরে ফেলায় দুইবার বিল সংশোধন করে কর্তৃপক্ষ। পরে এক লাখ দশ হাজার টাকা বিল পরিশোধ করে লাশ বের করেন মৃত রোগীর স্বজনেরা।

শনিবার (৪ জুলাই) সকালে শফিউদ্দৌল্লাহ নামে এক বৃদ্ধের মৃত্যুর পর তার স্বজনরা ম্যাক্স হাসপাতালের বিল পরিশোধ করতে গেলে এই ভুতুরে বিল হাতে পান।

জানা গেছে, ম্যাক্স হাসপাতালে মারা যাওয়া ওই বৃদ্ধের আত্মীয়রা বিল নিয়ে আপত্তি জানালে হাসপাতাল কর্তৃপক্ষ দুই ধাপে বিলের টাকার পরিমাণ কমিয়ে ১ লাখ ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেয়। পরে অবশ্য এমন ভুতুড়ে বিল নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।

মৃত বৃদ্ধের স্বজন ইয়াসির আরাফাত ক্ষোভ প্রকাশ করে জানান, গত ২৯ জুন থেকে এই হাসপাতালে ভর্তি ছিলেন শফিউদ্দৌল্লাহ। গত তিনদিন তাকে নর্মাল অক্সিজেন সাপোর্ট দেয়া হয়েছিল। কিন্তু হাই ফ্লো অক্সিজেন না দেয়ার পরেও সেটা বাবদ বিল ধরা হয়েছে ২৫ হাজার টাকা। এদিকে চিকিৎসকদের বিল ধরেছে ৯ হাজার টাকা। অক্সিজেন বিল রেখেছে ৪১ হাজার টাকা। সব মিলিয়ে ১ লাখ ৯৩ হাজার টাকা বিল আসে।

ম্যাক্স হাসপাতালের মহাব্যবস্থাপক রঞ্জন প্রসাদ দাস জানান, অক্সিজেনের বিল নিয়ে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। বিষয়টি সমাধান করা হয়েছে।

উল্লেখ্য, ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে নানা অভিযোগ আগে থেকেই রয়েছে। এর আগেও হাসপাতালটিতে দায়িত্বরত চিকিৎসকদের অবহেলায় চট্টগ্রামের সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুর অভিযোগ রয়েছে। এছাড়া গর্ভাবস্থায় অবহেলায় শিশু মৃত্যুসহ নানা অভিযোগ রয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন