বাংলাধারা প্রতিবেদন »
বিশ্বকাপের সেমিফাইনাল খেলার লক্ষ্য সামনে রেখে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সময় বেলা ৩ টা ৩০ মিনিটে নামবে টাইগাররা। এশিয়ার সব দলই স্পিন ভালো খেলে। তবে সেটি বড় কথা নয়। ভারত একদিন আগেই মুজিব-রশিদ-নবীতে কাঠপুতুলের মতো নেচেছে। ভারতের অমন ব্যাটিং সিংহদের বিপক্ষে এমন বোলিংয়ে সবারই ভয়ে সিটকে যাওয়ার কথা।
বাংলাদেশ অবশ্য, মিটিমিটি হাসতে পারে! রশিদ-নবী তো ঘরের ছেলে। সারাবছর বাংলাদেশের লিগে তারা খেলে। তবে বিশ্বকাপে সুতোয় ঝুলে থাকা সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের স্পিনকে পায়ে মাড়িয়ে যেতে হবে! এই মাঠে ভারতকে ২২৪ রানে বেঁধে রাখেন আফগানরা। অবশ্য নিজেরা ২১৩ রানে থেমেছে।
বাংলাদেশের কোচ স্টিভ রোডস গতকাল বলেছেন, আফগানিস্তানের মানসম্পন্ন স্পিনার রয়েছে। তিনি বা বাংলাদেশি ক্রিকেটাররা এটা ভয় পাচ্ছেন না। অবশ্যই সমীহ করতে হবে।রোডস মনে করেন, আফগানিস্তানের স্পিনাররা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করছে। আর রোডস স্বপ্নবাজ মানুষ। কাল তিনি এটিও বলেছেন আমি তো মনে করি এমনও হতে পারে, আমরা গ্রুপের তিনটি জিতে সেমিতে যেতে পারি। আর পরের দুটি জিতে বিশ্বকাপ জয় !’ এমন হলে সেটি মিরাকলই হবে। বাংলাদেশ মিরাকলটাই এখন চায়। সাকিব ও মিরাজ স্পিনার হিসেবে রয়েছেন দলে।
যদিও কাল বল মাথায় লেগে কিছুটা আঘাত পান মিরাজ। অবশ্য সেটি বড় কিছু ছিল না। আইসিসির কাছে ইন্টারভিউ দিচ্ছিলেন। এ সময় বল এসে মাথায় লাগে। নেটে ব্যাট করছিলেন সাব্বির। মাথায় পানি দিতে হয়েছে। পরে জানা যায় তেমন কিছু না। শঙ্কা রয়েছেই অবশ্য।
বাংলাধারা/এফএস/এমআর/বি













