২৯ অক্টোবর ২০২৫

সেহেরী শেষে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল তারা, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

বাংলাধারা প্রতিবেদন :::

চট্টগ্রাম নগরীতে দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ভোর ও সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইয়াহিয়া তালুকদার ইমন (১৮), মো. হামিদ আহাম্মেদ ফাহিম (১৯), মো. তুহিন (২২), ইমাম শাওন (১৮), মো. শাহীন (২৫) ও পারভেজ (২৮)।

বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর।

তিনি বলেন, নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চাপাতি ও ধারালো টিপ ছোরা উদ্ধার করা হয়।

তিনি বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে জব্দকৃত চাপাতি ও ছোরা নিয়ে অবস্থান করছিল তারা। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন