২৪ অক্টোবর ২০২৫

সৈকতের ইনানী পয়েন্টে গোসলে নেমে ঢাকার স্কুলছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

কক্সবাজার সৈকতের ইনানী সী-পার্ল রয়েল টিউলিপ পয়েন্টে গোসল করতে নেমে ঢাকার এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে ৪ কাজিন গোসলে নেমে এ নিখোঁজের ঘটনা ঘটেছে। ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীসহ নিখোঁজের স্বজনরা তল্লাশি চালালেও বেলা দেড়টা পর্যন্ত তার হদিস পায়নি বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

নিখোঁজ আবদুল্লাহ (১৬) ঢাকার মহাখালী ডিওএইচএস’র বাসিন্দা কর্নেল ডা. শহিদের ছেলে। সে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের এস এস সি পরিক্ষার্থী ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, সামরিক বাহিনীর ডাক্তার কর্নেল শহীদ পরিবার ও স্বজনদের নিয়ে রয়েল টিউলিপ হোটেলে উঠেছেন সোমবার। মঙ্গলবার বেলা ১১টার দিকে কর্ণেল শহীদের ছেলে আবদুল্লাহ তার ৪ কাজিন মিলে অভিভাবকদের না জানিয়ে বে-ওয়াচ আর সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পার মাঝামাঝি বিচে গোসলে যায়। উত্তাল ঢেউয়ে গোসল শেষে ৪ জনে ৩ জন উপরে উঠতে পারলেও আবদুল্লাহ ঢেউয়ের সাথে ডুবে যায়।

খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ফায়ার সার্ভিসে খবর দিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারের কাজ শুরু করে ট্যুরিস্ট পুলিশ ইনানী জোন। পরে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও সি সেইফ লাইফ গার্ডের সদস্যরা। কিন্তু বেলা দেড়টার দিকেও তার খোঁজ মিলেনি।

আরও পড়ুন