২৪ অক্টোবর ২০২৫

সৈকতের ঝাউবন থেকে উদ্ধার হলো মহাবিপন্ন প্রাণী বনরুই

কক্সবাজারের সৈকত তীর থেকে একটি মহাবিপন্ন বনরুই উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের সমিতিপাড়া এলাকা থেকে অতি বিরল প্রজাতির প্রাণিটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

রেঞ্জ কর্মকর্তা জানান, সমিতি পাড়ার জনৈক ফয়সাল বনরুইটি ঝাউবাগানে দেখতে পেলে এটি ধরে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) ইকো লাইফ প্রকল্পের এনআরএম ম্যানেজার আব্দুল কাইয়ূম, এনআরএম ফ্যাসিলিটেটর পুষ্পক বড়ুয়া, সিপিজি ও ব্লুগার্ড সদস্য ফয়সাল, নায়মা, আব্দুস সালাম, সেলিম, সাইফুদ্দিন সাইফ, মাহি, জান্নাতুল মাওয়া, তৈয়বা বেগম ঘটনাস্থলে যান। তারা ফয়সালের কাছ থেকে বনরুইটি উদ্ধার করেন। পরে এটি কক্সবাজার রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, বনরুইটি হিমছড়ি পাহাড় থেকে গভীর রাতে সামুদ্রিক মাছ খেতে সাগরে নেমেছিল বলে ধারণা করা হচ্ছে। পরে এটি হয়তো সাগরে ভেসে সমিতি পাড়া সৈকতে এসে থাকতে পারে। বনরুইটি হিমছড়ি জাতীয় উদ্যানের পাহাড়ে অবমুক্ত করা হবে।

ইকো লাইফ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান জানান, বনরুই একটি আঁইশযুক্ত স্তন্যপায়ী প্রাণী। দেখতে অনেকটা রুই মাছের মতো। বনরুই ছাড়া অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর শরীর শক্ত আঁইশে আবৃত নয়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের লাল তালিকা অনুযায়ী বনরুই বিশ্বব্যাপী মহাবিপন্ন প্রাণী।​​​​​​​ নেকাম কক্সবাজারে ইউএসএআইডি’র ইকো লাইফ ও ইকোফিস প্রকল্প বাস্তবায়ন করছে।

আরও পড়ুন