২৫ অক্টোবর ২০২৫

সৈকতের বালুচরে মানুষের কঙ্কাল

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার সমুদ্র সৈকতে বালুচরে একটি মানুষের কঙ্কাল মিলেছে। এটা ভেসে এসেছে নাকি অন্যভাবে এলো কেউ সঠিক বলতে পারছে না।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে মেরিন ড্রাইভের কলাতলীর দরিয়ানগর এলাকায় কঙ্কালটি লোকজনের চোখে পড়েছে বলে জানিয়েছেন দরিয়ানগর এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন আহমেদ। মাথা ও পা-হীন কঙ্কালটি কার বা কি রকম বয়সের তা সম্পর্কে কেউ কিছুই বলতে পারছেন না।

দরিয়া নগরের বাসিন্দা গিয়াস উদ্দিন আহমেদ বলেন, এলাকার কয়েকজন সৈকতে মাছ শিকারের গেলে বালুচরে ময়লার স্তুপের মতো কঙ্কালটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, দুপুরে স্থানীয়দের খবরে বালুচরে একটি কঙ্কাল পায় পুলিশ। কঙ্কালটির মাথা, হাত, পা কিছুই নেই। হাটু হতে গলা পর্যন্ত শরীরের অংশ থাকলেও মাংসপেশি নেই। নিম্নাঙ্গে একটুকরো সবুজ কাপড় থাকলে পুরো শরীর অনাবৃত। এটি কার বা কোন বয়সের কিছুই পরখ করার মতো অবস্থা নেই। কঙ্কালটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকেই দাফনের ব্যবস্থা করা হবে।

হিমছড়ি ও দরিয়ানগর পর্যটন স্পটের তত্বাবধায়ক কক্সবাজার সদর রেঞ্জের রেঞ্জার সমীর রঞ্জন সাহা বলেন, ধারণা করা হচ্ছে কঙ্কালের মানুষটি বেশকিছু দিন আগেই মারা গেছেন। এটি কি সমুদ্রে ভেসে এসেছে নাকি অন্যভাবে এসেছে তা সঠিক ভাবে বুঝা যাচ্ছে না।

আরও পড়ুন