কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সাগর (১৭) নামে এক ফটোগ্রাফার সাগরে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১০অক্টোবর) বেলা ২টার দিকে সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ফটোগ্রাফার সাগর উখিয়ার ঘুমধুম কাস্টমস এলাকার বাসিন্দা নুরুল আলম ড্রাইভারের মেঝ ছেলে। সাগর কক্সবাজার সমুদ্র সৈকতে ফটোগ্রাফি করতো।
বিষয়টি নিশ্চিত করে সমুদ্র সৈকতে নিয়োজিত সী সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার জয়নাল আবদিন ভুট্টু বলেন, নিখোঁজ ফটোগ্রাফার ও তার আরেক বন্ধু মিলে সৈকতে গোসল করতে নামেন। তারা দুইজন সাগরের হাঁটু পরিমাণের কম পানিতে গোসল করছিলেন। গোসল করতে গিয়ে এক পর্যায়ে স্রোতের টানে দুই বন্ধু ভেসে যায়। আমরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপরজনকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ ফটোগ্রাফারকে উদ্ধারে কার্যক্রম চলছে। আমরা চেষ্টা করে যাচ্ছি।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের সুপার (এসপি) মো. জিল্লুর রহমান বলেন, সাগরে গোসলে নেমে সাগর নামে এক তরুণ ফটোগ্রাফার নিখোঁজ রয়েছে বলে জেনেছি। তাকে উদ্ধারে যৌথ প্রচেষ্টা চলছে। তবে সন্ধ্যা পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। অসচেতনতার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।













