২৪ অক্টোবর ২০২৫

সৈকতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে সৈকতের লাবনী পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

সলিলসমাধি হওয়া পর্যটক মোহাম্মদ সুমন (৩২) ঢাকার বংশাল নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। গত সোমবার কক্সবাজার বেড়াতে এসে হোটেল কল্লোলে উঠেন তিনি।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, মঙ্গলবার দুপুরে মোহাম্মদ সুমন নামে এক পর্যটক তার পরিবার নিয়ে সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে সমুদ্রের ঢেউয়ের তোড়ে সুমন সাগরে ডুবে যায়। পরে লাইফ গার্ড কর্মীরা সাগরে খোঁজাখুঁজি করে এবং বিকেল তিনটার দিকে সুমনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন