৭ নভেম্বর ২০২৫

সৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তাহসিন (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে তার আরও দুই বন্ধুকে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান।

নিখোঁজ তরুণ তাহসিনের(১৬) বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ এলাকায়। সঙ্গীরা তার বাবার নাম জানাতে পারেনি।

একসাথে গোসলে নামা উদ্ধার ফয়সাল(১৬) কুমিল্লা সদরের মোগদা এলাকার আবুল হোসেনের ছেলে, অপরজন রিফাত(১৬) কুমিল্লা সদর দক্ষিণের হাবিবুর রহমানের ছেলে। তারা সকলেই কুমিল্লার কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।

সমুদ্র সৈকতে দায়িত্বরত বিচকর্মী মাহবুবুল আলম জানান, কুমিল্লা থেকে চার বন্ধু সকালে কক্সবাজার আসে। এ সময় তারা হোটেলে না উঠে সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসে। পরে এক বন্ধুকে তাদের প্রয়োজনীয় কাপড় চোপড় ও ব্যাগ দিয়ে তিন বন্ধু গোসলে নামে। গোসল করা অবস্থায় সাগরের প্রবল ঢেউয়ে তাহসিনসহ ৩ বন্ধু ভেসে যায়। পরে বিচকর্মীরা দুইজনকে উদ্ধার করে। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া রিফাত জানায়, তারা সকালে কক্সবাজার পৌঁছে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এ সময় ঢেউয়ের সঙ্গে ভেসে যায় বন্ধু তাহসিনসহ ৩ জন। এ অবস্থায় রিফাত ও ফয়সালকে উদ্ধার করে কর্মরত বিচকর্মীরা। তাহসিনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ