৫ নভেম্বর ২০২৫

সৈকতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

কক্সবাজার সমুদ্র সৈকতের তীর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কলাতলীর দরিয়ানগর সৈকত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের ওসি গাজি মিজান।

মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৪টা) যুবকের পরিচয় শনাক্ত করা না গেলেও গায়ে থাকা টি-শার্টে রাজশাহীর ‘হামজা ইংলিশ একাডেমি’ লেখা একটি কোচিং সেন্টারের লঘু লক্ষ্য করা যায়।

স্থানীয়রা জানিয়েছেন, সকাল আটটার দিকে জেলেরা সৈকতে ভাসমান লাশটি দেখতে পেয়ে দরিয়ানগর এলাকার সমাজকর্মী মাহবুবুর রহমান ও ঐ পয়েন্টের প্যাসাইলিংয়ের দায়িত্বে থাকা ফরিদকে জানালে তারা ৯৯৯ ফোন দিয়ে প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সাড়ে এগারোটার দিকে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

কক্সবাজার সদর থানা উপ-পরিদর্শক রিয়াজ উদ্দিন জানায়, ৯৯৯ নাম্বারে তথ্য পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে নিয়ে আসি। সুরতাহালে নিহতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার গায়ে থাকা টি-শার্টে রাজশাহীর হামজা ইংলিশ একাডেমি নামে একটি কোচিং সেন্টারের লঘু রয়েছে। আমরা কোচিং সেন্টারের পরিচালককে ফোন দিয়ে যোগাযোগ করেছি। কিন্তু তারাও কোন তথ্য দিতে পারেনি।

যুবকের বয়স আনুমানিক ২৩-২৪ বছর হবে। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড; এ ব্যাপারে নিশ্চিত হতে পারিনি।

ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ- এমনটি জানিয়েছেন কক্সবাজার সদরের ওসি মো. রকিবুজ্জামান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ