৯ ডিসেম্বর ২০২৫

সৈকত বাহাদুরের আকস্মিক মৃত্যু!

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের চকরিয়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সার্ফারী পার্কের পালিত ৩২ বছর বয়সী বন্যহাতি সৈকত বাহাদুরের আকস্মিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার সময় পার্কের বেষ্টনীর ভেতর হাতির গোদা নামক স্থানে হাতিটি মৃত্যুর কুলে ঢলে পড়ে বলে জানিয়েছেন সার্ফারী পার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম।

তিনি জানান, প্রতিদিনের মতো বঙ্গবন্ধু সার্ফারী পার্কের বেষ্টনীর রক্ষিত হাতির গোদা নামক স্থানে খাবার গ্রহণ করছিল পালিত হাতি ‘সৈকত বাহাদুর’। খাবার খেতে খেতে হঠাৎ সৈকত বাহাদুর অজ্ঞান হয়ে পড়ে গেলে, মাহুত তাৎক্ষণিক খবর দেয়। তাৎক্ষণিক ভেটেনারি চিকিৎসক নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় সৈকত বাহাদুর বেঁচে নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে (নং-১৪০১/২২)।

তিনি আরও জানান, সৈকত বাহাদুর একটি পুরুষ হাতি। এরপরে হাতির পোস্ট মর্টেম রিপোর্টও সংশ্লিষ্ট দপ্তরের জমা দেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ