২৪ অক্টোবর ২০২৫

সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ মাইজভান্ডারীর ওরশ বুধবার

হযরত শাহ্সূফি সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ মাইজভান্ডারীর বার্ষিক ওরশ শরীফ আগামীকাল ২১ আগস্ট।

বিশ্বঅলি শাহানশাহ্ হযরত জিয়াউল হক (ক.) মাইজভান্ডারী প্রধান খলিফা, মাইজভাণ্ডারী দর্শনের মানসপুত্র,মরমী সাধক, কুতুবুল ইরশাদ হযরত শাহ্সূফি সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ মাইজভান্ডারীর পবিত্র ৩৫তম বার্ষিক ওরশ শরীফ আগামীকাল ২১ আগস্ট (৬ ভাদ্র) বুধবার যথাযথ মর্যাদায় ফটিকছড়ির বক্তপুর ভান্ডার সৈয়দ বাড়ীতে অনুষ্ঠিত হবে।

কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে কুরআন খতমে খাজেগান আলোচনা সভা মিলাদ কিয়াম, আখেরি মোনাজাত এবং মাইজভান্ডারী ছেমা ও কাওয়ালী।এতে আশেকে রাসূল আশেকে মাইজভান্ডারী ও সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন সৈয়দ জাবের সরোয়ার ও শেখ নজরুল ইসলাম।

আরও পড়ুন