৪ নভেম্বর ২০২৫

সৈয়দ নজরুল ইসলামের কবিতা

তোরা ভাল হবি কবে?

তোমরা যারা সব সময়ই
করছো দেশের ক্ষতি
অনিয়মে অধিক আয়ে হচ্ছো কোটিপতি 

দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি
করো চোরা-চালান
শূন্য ভিটায় করছো যারা
বিলাস বহুল দালান

কৌশলে তো মারছো বসে
জনগণের টাকা
কথায় বুঝি ভাল মানুষ
কাজের বেলায় ফাঁকা

আমরা দেশের আমজনতা
বলছি মোরা সবে
তোরা যে সব খারাপ মানু
ভালো হবি কবে?

বাংলাধারা/এফএস/এমআর/টিএম 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ