৩ নভেম্বর ২০২৫

সৈয়দ মইনুদ্দীন আহমদ ট্রাস্টের উদ্যোগে রমজানের উপহার সামগ্রী বিতরণ শুরু

রাঙ্গুনিয়া প্রতিনিধি  »

কোভিড-১৯ ভাইরাসের ব্যাপক ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ সরকারও গত বছর ২৬ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছিলেন। এতে মাঝখানে শীতল হলেও এখন করোনার প্রভাব বহুগুণ বেড়ে গেছে। ফলে দৈনিক উপার্জন নির্ভর নিম্ম আয়ের মানুষের মাঝে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। সে হিসেবে গতবছর সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারী ট্রাস্ট নিজস্ব তহবিল থেকে কয়েক লক্ষ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

এই বছরেও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দেশজুড়ে দুই লক্ষ গরিব কর্মহীন পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

রোববার (১১ এপ্রিল) মাইজভাণ্ডার দরবার শরীফে দুই হাজার পরিবারের মাঝে বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আঞ্জুমান রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডরীয়া ও মইনীয়া যুব ফোরামের সযোগিতায় পুরো রমজান মাস জুড়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

ট্রাস্টের মানবিক কার্যক্রম উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও ট্রাস্ট চেয়ারম্যান শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) বলেন, করোনার ভয়াবহতার পরিপ্রেক্ষিতে চলমান লকডাউনে গরিব অসহায় কর্মহীন দিনমজুর মানুষ আজ চরম কষ্টে ভোগছেন। করোনার অভিঘাত থেকে গরিব বিপন্ন মানুষকে বাঁচাতে চারপাশের বিত্তবান মানুষদেরকে মানবিক দায়িত্ব পালন করে যেতে হবে। দুঃখ দুর্দশায় নিপতিত মানুষের পাশে দাঁড়াতে হবে বিত্তবানদেরকে।

তিনি বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে গরিব অসহায় মানুষের জীবন যন্ত্রণা লাঘবের চেষ্টা করলে মানবিক দায়িত্ব যেমন পালন করা হবে, তেমনি এতে সন্তুষ্ট হবেন মহান আল্লাহ পাক। হিসাব করে পরিকল্পিতভাবে যাকাত ফিতরা বণ্টন করে গরিব মানুষের ভাগ্য বদলে দেয়ার আহ্বান জানান তিনি। সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট পরিচালিত দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা-এতিমখানাগুলোর শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ভক্ত জনতাকে সহযোগিতার তাগিদ দেন তিনি।

রোববার মাইজভাণ্ডার দরবার শরীফে গরিবদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন হাফেজ মোহাম্মদ কবির হোসেন, খলিফা মোহাম্মদ সেলিম, হাফেজ মোহাম্মদ নূরুল আমিন, মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আপন প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ