২৩ অক্টোবর ২০২৫

সোলসের ৫০ বছর পূর্তিতে চট্টগ্রামে কনসার্ট, টিকিট ৭ হাজার টাকা

বাংলাদেশের আইকনিক রক ব্যান্ড ‘সোলস’ এর পাঁচ দশকের সংগীত যাত্রাকে উদযাপন করতে ‘মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড : ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ শীর্ষক একটি ঐতিহাসিক সঙ্গীতানুষ্ঠানের ঘোষণা দিয়েছে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স। আগামী ২ মে চট্টগ্রাম শহরের অন্যতম প্রধান ভেন্যু র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-তে বহু প্রতীক্ষিত এই আনপ্লাগড কনসার্টটি অনুষ্ঠিত হবে।

এই আয়োজনের টাইটেল পার্টনার হিসেবে রয়েছে মাস্টারকার্ড। বহু প্রতীক্ষিত এই এক্সক্লুসিভ শো-এর টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল।

টিকিট এবং অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে সোলস ব্যান্ড, আয়োজক এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স এবং টাইটেল স্পন্সর-মাস্টারকার্ড-এর অফিসিয়াল ফেসবুক পেজগুলোতে।বিশেষ অফার হিসেবে মাস্টারকার্ড-এর ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডাররা টিকিটে পাবেন ফ্ল্যাট ২০% ছাড়। এছাড়া, সরাসরি টিকিট নিতে চাইলে, দর্শকরা র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর রিসেপশন ডেস্ক থেকে কিনতে পারবেন।

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া, মাস্টারকার্ড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স-এর সিইও মনজুমা মুর্শেদ, র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মোহাম্মদ আলী।

সংবাদ সম্মেলনে পার্থ বড়ুয়া বলেন, বাংলাদেশের রক সংগীতের অগ্রদূত হিসেবে সোলস কেবল দেশের সংগীতধারাকে একটি রূপ দিয়েছে-তা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যান্ড সংগীতশিল্পী ও সংগীতপ্রেমীদের অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। ক্লাসিক গান থেকে শুরু করে আধুনিক মাস্টারপিস-তাদের সংগীত আজও কোটি হৃদয়ে গেঁথে রয়েছে। ২ মে রাতটি হবে সংগীত, স্মৃতি আর আবেগে ভরা এক হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা।

এটি শুধু একটি কনসার্ট নয়; এটি একটি অনুভূতির যাত্রা, যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং যার ধ্বনি এখনো অনুরণিত হয় প্রতিটি শ্রোতার হৃদয়ে।যারা সোলস-এর গান শুনে বড় হয়েছেন এবং এখনো এই জাদুকরী সংগীত আবিষ্কার করছেন, সেইসব প্রজন্মের প্রতি এই ঐতিহাসিক সন্ধ্যা উৎসর্গ করা হচ্ছে। মাস্টারকার্ড-এর সহযোগিতায় এই অনুষ্ঠান কেবল ব্যান্ডটির উদযাপন নয়, বরং চট্টগ্রামের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলাদেশের সংগীতজগতের জন্য এক গর্বিত উদযাপন বলেও উল্লেখ করেন আয়োজকরা।

আরও পড়ুন