কক্সবাজার প্রতিনিধি »
সৌদি আরবের মক্কায় মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজারের ঈদগাঁওর প্রবাসী যুবক জসিমের মৃত্যুর ৮ ঘন্টার মাথায় করোনায় আক্রান্ত হয়ে হাফেজ রুহুল আমিন (৪১) নামের রামুর আরেক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় দিনগত রাত ৩ টার দিকে রুহুল আমিন শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
নিহত হাফেজ রুহুল আমিন রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদারপাড়ার পূর্ব নয়াপাড়া গ্রামের মরহুম মোহাম্মদ শফির প্রথম ছেলে।
রুহুল আমিনের নিকটাত্মীয় কক্সবাজারের নিরিবিলি গ্রুপের কর্মকর্তা মাওলানা খালেদ সাঈফী জানান, গত কয়েকদিন আগে অসুস্থ মাওলানা হাফেজ রুহুল আমিনকে মক্কার কিং ফয়সাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা সনাক্তেরে পর চিকিৎসাধীন অবস্থায় ১৪ এপ্রিল বাংলাদেশ সময় দিনগত রাত ৩ টার দিকে তিনি মারা যান। ১ ছেলে ও ১ মেয়ের জনক হাফেজ রুহুল আমিন মক্কা নগরীর গজ্জা এলাকাতে ব্যবসা করতেন।
রামুর রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম মক্কায় হাফেজ রুহুল আমিনের মৃত্যুর খবর পেয়েছেন জানিয়ে বলেন, তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।
এদিকে, দেশে কিংবা প্রবাসে করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারের দ্বিতীয় মৃত্যু বরণকারী বাসিন্দা রুহুল আমিন। তার ৮ ঘন্টা আগে জেলার প্রথম অধিবাসী হিসেবে মৃত্যুর শিকার হন কক্সবাজার সদরের ঈদগাঁওর মাইজপাড়ার যুবক জসিম উদ্দিন (৩৮)। তিনি ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে। তিনি দু’সন্তানের জনক এবং তার স্ত্রী এখনো সন্তান সম্ভাবা। সদাহাস্যজ্বল জসিমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর এলাকায় পৌছালে তা মুহূর্তে ভাইরাল হয়ে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













