২৮ অক্টোবর ২০২৫

সৌদিতে করোনায় প্রাণ হারালেন কক্সবাজারের তরুণ

কক্সবাজার প্রতিনিধি »

মাত্র একমাস দুই দিন আগে প্রবাসের কর্মক্ষেত্র সৌদি আরবে ফিরে গিয়ে করোনা ভাইরাসের আক্রান্তে মারা গেছেন কক্সবাজারের ঈদগাঁওর টগবগে তরুণ জসিম উদ্দিন (৩৮)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পবিত্র মক্কার আল-নুর হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি।

করোনার শিকার জসিম উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

তার সাথে সৌদি আরবের জেদ্দায় কাজ করা মো. মিজান নামের ঈদগাঁওর আরেক প্রবাসী তরুণ জসিমের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, গেল কয়েকদিন আগে করোনার উপসর্গ নিয়ে জসিম হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার পর তিনি করোনায় আক্রান্ত বলে নিশ্চিত করেন চিকিৎসকরা৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায়
মৃত্যুর মিছিলে মঙ্গলবার যোগ হলো রেমিট্যান্স যোদ্ধা জসিম উদ্দিন। তার মৃত্যুতে মক্কাস্থ বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে৷

দেশে কিংবা প্রবাসে করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারের প্রথম অধিবাসী হিসেবে মৃত্যুর শিকার হন টগবগে সুদর্শন জসিম। সদা হাস্যজ্বল জসিমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে তা মুহূর্তে ভাইরাল হয়ে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

কক্সবাজার জেলা যুবলীগ নেতা ও ঈদগাঁওর মাইজপাড়ার বাসিন্দা হুমায়ুন কবির চৌধুরী হিমু বলেন, যুবলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে জসিম দেশে থাকা অবস্থায় দল এবং এলাকার সকল ভালো কাজে নিজেকে সম্পৃক্ত রাখত। প্রায় একদশক ধরে প্রবাস জীবন কাটানো জসিম বছর দুয়েক পর পর মাস ছয়েকের জন্য দেশে আসত। এবার গত কোরবানিতে আসার পর মার্চের ১২ তারিখ কর্মস্থলে ফিরে যান। এবং এক মাস পার না হতেই তার অকাল মৃত্যুর খবর সবাইকে হতবাক ও আতংকিত করেছে।

ঈদগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আলম বলেন, মারা যাওয়া জসিমের ফেসবুক ওয়ালে দেখা যায়, ১২ মার্চ তিনি সৌদি আসর চলে যাবার কালে দুপুর ১২ টায় লিখেন, ফি আমানিল্লাহ্- ঢাকা টু দিল্লি হয়ে জেদ্দা। সময়ের অভাবে কাউকে বলতে পারিনি আমি দুঃখিত সবার প্রতি। এর দুদিন আগে ১০ মার্চ ১২টা ৫ মিনিটে তিনি লিখেন, আমরা আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। দেখবেন করোনা ভাইরাস থেকে মুক্তি পাব- ইনশাআল্লাহ।

চেয়ারম্যান বলেন, যিনি আমাদের করোনা থেকে মুক্তির পথ বাতলে দিলেন তিনিই একমাসের মাথায় আল্লাহর ডাকে সাড়া দিলেন।তাই, করোনার প্রভাব মুক্ত থাকা কক্সবাজার তথা ঈদগাঁওতে আতংকে ছাপ ফেলেছে জসিমের মৃত্যু সংবাদ। সবাই যে যার মতো নিজের এবং পরিবারের নিরাপত্তার বিষয়ে তোড়জোড় শুরু করেছে বলে জানতে পেরেছি।

উল্লেখ, সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। মৃত্যুর সংখ্যাও নেহাত কম নয়। মঙ্গলবারও নতুন করে ৪৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে বিশ্ব মিডিয়া খবর প্রচার করেছে ৷ এ নিয়ে সৌদি আরবে মোট করোনা আক্রান্ত দাঁড়াল ৫,৩৬৯ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮৯ জন এবং মৃত্যু বরণ করেছে ৭৩ জন৷ দেশটির কয়েকটি প্রদেশে ২৪ ঘন্টা কারফিউ চলছে বলে জানিয়েছেন কক্সবাজার অঞ্চলের কয়েকজন রেমিট্যান্স যোদ্ধা।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন