২৪ অক্টোবর ২০২৫

সৌদিতে রমজানের চাঁদ দেখা গেছে

পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। ফলে আজ সোমবার (১১ মার্চ) রমজানের প্রথম দিন হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটি। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও ওইদিন রোজা শুরু হবে। খবর খালিজ টাইমস।

এর আগে, প্রথম দেশ হিসেবে রমজানের তারিখ ঘোষণা করেছে ওয়েশিনিয়ার দেশ অস্ট্রেলিয়া। আজ সোমবার (১১ মার্চ) শা’বানের শেষ দিন। ফলে মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথম দিন হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেশটি।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি, ফেডারেল কাউন্সিল অফ ইমামস, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এবং ফতোয়া ও শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের এ তথ্য নিশ্চিত করে।

এরপর রমজানের তারিখ ঘোষণা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটিতেও মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে বলে ঘোষণা করা হয়। এরপর একইদিনে রোজা পালনের ঘোষণা দেয় ওই অঞ্চলের আরেক দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়, সিঙ্গাপুরও ফিলিপাইন।

এদিকে, আরব বিশ্বে চাঁদ দেখা কমিটিগুলো রোববার (১০ মার্চ) মাগরেবের নামাজের পরে রমজানের দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন