বাংলাধারা ডেস্ক »
প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে জারি করা কারফিউ আরও শিথিল করছে সৌদি আরব।
মঙ্গলবার (২৬ মে) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২৮ মে) থেকে মক্কা ছাড়া সব স্থানে কোভিড-১৯ কারফিউ থাকবে বিকাল ৩টা থেকে পরেরদিন ভোর ৬টা পর্যন্ত।
করোনাভাইরাস বাধানিষেধ আরও কিছু ক্ষেত্রে শিথিল করছে সৌদি আরব। মক্কার বাইরে সব মসজিদ খুলছে ৩১ মে থেকে ২০ জুন পর্যন্ত। এসপিএ বলছে, ২১ জুন থেকে লকডাউন পুরোপুরি প্রত্যাহার করে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় সৌদি আরব।
সরকারি ও বেসরকারি খাতের চাকুরিজীবীরা তাদের কর্মক্ষেত্রে ফিরতে পারবেন। অভ্যন্তরীণ ফ্লাইট ও ঘুরে বেড়ানোর ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।
এসপিএ আরো যোগ করেছে, ২১ জুন থেকে মক্কার মসজিদগুলো খুলবে এবং শিথিল হবে সেখানকার কারফিউ।
বাংলাধারা/এফএস/টিএম













