২৪ অক্টোবর ২০২৫

সৌদিতে সাঁতারের পোশাকে নারীদের ফ্যাশন শো

সৌদিতে

প্রথমবার সৌদির মাটিতে আয়োজন করা হয়েছে এমন ফ্যাশন শোয়ের। এটিকে বলা হচ্ছে ঐতিহাসিক একটি শো। খিলাজ টাইমের এক প্রতিবেদন থেকে জানা যায়, সৌদিতে উদযাপিত হচ্ছে রেড সি ফ্যাশন উইক। গেল শুক্রবার ছিল তার দ্বিতীয় দিন। সেদিন আয়োজন করা হয়েছিল এ বিশেষ ফ্যাশন শোয়ের। যা বিশ্বজুড়ে আলোচনায় এসেছে।

সেন্ট রেজিস রেড সি রিসর্টের সুইমিং পুলের ধারে বসে ছিল এ ফ্যাশন শোয়ের আসর। এদিন মডেলদের পরনে ছিল স্নানপোশাক বা সুইমস্যুট যা মূলত ওয়ান পিস। লাল, ধূসর, নীল, সবুজ, কমলা, গোলাপি নানা রঙের মেলা বসেছিল এ শোয়ে। মডেলদের পোশাকে রঙের পাশাপাশি ঢঙেরও বৈচিত্র্য ছিল ঢের। কেউ ছিলেন উন্মুক্ত কাঁধে, তো কারও শরীরের মধ্যভাগও ছিল অর্ধেক উন্মুক্ত। কেউ কেউ আবার মাথা ঢেকেই পরে ছিলেন সুইমস্যুট।

মরক্কোর ডিজাইনার ইয়াসমিনা কাঞ্জলের তৈরি স্নানপোশাকে সেজে উঠেছিলেন মডেলরা। এ উৎসবের অংশ হতে পেরে উচ্ছ্বসিত ইয়াসমিনাও। সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে পোশাকের বিষয়ে তিনি বলেন, ‌‘রক্ষণশীল সংস্কৃতির কথা মাথায় রেখেই রুচিশীল স্নানপোশাক তুলে ধরার চেষ্টা করেছি। এ ফ্যাশন শোয়ে অংশ হতে পেরে আমি খুব খুশি।’

এক দশকের কম সময় আগের কথা, তখনও পর্যন্ত সৌদির নারীদের পর্দা ছিল বাধ্যতামূলক। মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার নিয়ম ছিল। তবে বর্তমানে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী সৌদি। সৌদি আরবের এ পরিবর্তনকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মহলও।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদির সরকারি ফ্যাশন কমিশনের গত বছরের প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে ২০২২ সালে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে ১২.৫ বিলিয়ন ডলার এসেছে, যা জাতীয় জিডিপির ১.৪ শতাংশ। সিনেমা শিল্পেও বিনিয়োগ করে লাভবান হচ্ছে দেশটি।

আরও পড়ুন