বাংলাধারা ডেস্ক »
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে বড় ধরনের হামলা চালিয়ে বহু সৈন্য আটকের দাবি করেছে।
এক বিবৃতিতে দলটির একজন মুখপাত্র দাবি করেছেন, সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের অভিযান চালিয়ে তারা সফল হয়েছেন। এই অভিযানে সৌদি আরবের হাজার হাজার সৈন্য হুথিদের হাতে বন্দি হয়েছেন।
হুথির মুখপাত্র কর্নেল ইয়াহয়া সারিয়া বিবিসিকে বলেন, সৌদি শহর নাজরানে সৌদি সৈন্যদের তিনটি ব্রিগেড আত্মসমর্পণ করেছে। তার দাবি, হাজার হাজার সৌদি সেনা বন্দি হয়েছেন এবং অনেকেই নিহত হয়েছেন।
যদিও সৌদি আরবের পক্ষ থেকে এখনও এই দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি।
সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার পর এটি হুথিদের বড় ধরনের অপারেশন বলে জানান ওই মুখপাত্র।
তিনি বলেন, বড় ধরনের এ হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এছাড়া বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সমর্থন জুগিয়েছে। সৌদি দুর্গে সাম্প্রতিক সময়ে এটিই তাদের সবচেয়ে বড় হামলা।
বাংলাধারা/এফএস/এমআর/এএ













