আন্তর্জাতিক ডেস্ক »
সৌদি আরবে বিরল ঘটনাবলির খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি দেশটির কিছু অঞ্চলে শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির সময় স্থানীয় জনগণ বাড়ি ছেড়ে বাইরে বের হন। তারা এ বিস্ময়কর আবহাওয়া উপভোগ করেন এবং তাদের অভিজ্ঞতা (ভিডিওতে) রেকর্ড করেন।
সৌদি আরবে ঝড়-বৃষ্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা স্টর্ম সেন্টার ওই শিলাবৃষ্টির একটি ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা যায়, স্থানীয় এক বাসিন্দা ঘর থেকে বেরিয়ে আসছেন। এরপর তিনি হাতে বৃষ্টির শিলা (বরফের টুকরা) তুলে নেন। এরপর তিনি উত্তেজিত হয়ে ক্যামেরার কাছে এসে বরফ দেখান। এ সময় তিনি আরেক বাসিন্দাকেও ক্যামেরার সামনে আসার সুযোগ করে দেন, তার হাতেও ছিল বরফের টুকরা।
এরপর বৃষ্টির প্রবাহিত ঘোলা পানির মধ্যে একজন বাসিন্দাকে দেখা যায়। স্টর্ম সেন্টার তাকে ফাহদ মুহাম্মদ নামে পরিচিত করিয়ে দেয়। তাকে দেখা যায়, তিনি শিলাবৃষ্টির পানির ঘোলা স্রোতে পা রাখছেন।
এরপর তিনি বরফের বৃত্তাকার বলগুলো তুলতে নিচের দিকে ঝুঁকেন। তিনি ওই বরফের বলগুলো তার হাতে সংগ্রহ করে রাখেন। এরপর তিনি সেগুলোকে ক্যামেরার সামনে নিয়ে আসেন, যাতে করে দর্শকরা ওই অস্বাভাবিক ঘটনাটি দেখতে পারেন।













